রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


দেশেও ঈদ হলো আজ


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ১৭:২১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৪:২১

আজ মঙ্গলবার (২০ জুলাই) বাংলাদেশেও ঈদুল আজহার নামাজ ও কুরবানি সম্পন্ন হয়েছে। প্রতিবছর সৌদির সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করেন তারা। দেশের চাঁদপুর জেলার ৪০ গ্রামে মঙ্গলবার (২০ জুলাই) ঈদুল আজহা পালিত হয়। সৌদি আরবে সোমবার হজ সম্পন্ন হওয়ায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন। আজ সকাল সাড়ে ৮টায় সাদ্রা ঈদগাহ মাঠে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

এই দরবারের বর্তমান পীর শাইখ মো. আরিফ চৌধুরী জানান, দরবারের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক প্রথম চন্দ্র দর্শনের ভিত্তিতে ধর্মীয় উৎসব পালনের রেওয়াজ চালু করেন। এজন্য প্রতিবছর সৌদির সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির কয়েক গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top