কাউনিয়ায় সড়কের বাঁক যেন মরণ ফাঁদ

রংপুরের কাউনিয়া উপজেলা সদর থেকে শুরু করে অভ্যন্তরীন সড়ক গুলোর বেহাল অবস্থা। অধিকাংশ সড়কে দেখা দিয়েছে বড় বড় গর্ত। টেপামধুপুর সড়কের অর্ধেক রাস্তায় আর অর্ধেক পুকুরে থাকায় জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে সাধারন মানুষজন।
উপজেলার ব্যস্ততম টেপামধুপুর রোডের সাদা মসজিদ এলাকায় বিশাল একটি বাকে রয়েছে একটি পুকুর। কয়েক বছর আগে পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় ওই জাগায় প্রতি বছর ভাঙ্গনের সৃষ্টি হয়।
গত কয়েক দিনের প্রবল বর্ষনে ঠিক একই জায়গায় রাস্তার অর্ধেক ভেঙ্গে পুকুরে চলে গেছে। এর ফলে প্রতিদিন শত শত অটো, মটরসাইকেল, মালবাহী ট্রাক, সাধারন মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। একই অবস্থা উপজেলার অভ্যন্তরিন সড়কের প্রতিটি বাঁকে। বিশেষ করে যেখানে রাাস্তার পাশে পুকুর বা খাল সেই সব জায়গার অবস্থা খুবই খারাপ।
পথচারী সধীর চন্দ্র বলেন, জনগুরুত্বপূর্ন এই সড়কের পাশে এর আগে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় এমন গর্তে তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করা মানে মৃত্যুকে সাথে নিয়ে চলা।
স্যালো চালিত ট্রলি চালক তাহের উদ্দিন বলেন, অপরিচিত কোন চালক এই রাস্তা দিয়ে আসলে দুর্ঘটনার কবলে পড়তে পারেন। মাহেন্দ্র চালক আব্দুর রহিম বলেন, ভাই বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করলেও আমাদের কাউনিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার তেমন কোন উন্নতি করে নাই।
আরপি/ এসআই
আপনার মূল্যবান মতামত দিন: