হিলিতে মাদক প্রতিরোধে আপসের পরামর্শসভা অনুষ্ঠিত
"মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন" প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দিনাজপুরে হিলিতে মাদক প্রতিরোধে আপসের পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আপস পরিচালিত হিলি আউটলেটের উদ্যোগে ডিআইসি এ্যাডভাইজারি কমিটির প্রথম সভার আয়োজন করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীনুর রেজা শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাসিম আহমেদ টুক প্রমূখ।
আপসের প্রতিপাদ্য "আমি পারি না আমরা পারি" এর সাথে একমত পোষন করে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষ্য করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আরপি/এস
আপনার মূল্যবান মতামত দিন: