রংপুরে ঝগড়া থামাতে গিয়ে আহত এক
 
                                রংপুরের কাউনিয়ায় ঝগড়া থামাতে গিয়ে এক মহিলা আহত হয়েছেন। সোমবার সন্ধায় উপজেলার চর নাজিরদহ( একতা) গ্রামে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আমেনা বেগম (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চর নাজিরদহ একতা গ্রামে সোমবার সন্ধ্যায় বড় ভাই মাইদুল ইসলাম ও ছোট ভাই সাইদুল ইসলামের ছোট দুই ছেলের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এ সময় সাইদুলের স্ত্রী আমেনা বেগম তাদের ঝগড়া থামাতে যায়। হঠাৎ করে কোন কিছু না বুঝেই তার বড় ভাসুর মাইদুল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগম মিলে আমেনা বেগমকে লাঠি দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। আমেনা বেগমের আর্তচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ওই রাতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
চিকিৎসা শেষে থানায় অভিযোগ করবেন বলে জানায় আমেনার স্বামী সাইদুল ইসলাম। এ ব্যাপারে কাউনিয়ার ওসি মাসুমুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আরপি/এসআর-২৫

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: