প্রেম মেনে না নেয়ায় চাচাতো ভাইবোনের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়িতে প্রেমের সম্পর্ক জানার পর বিয়েতে রাজি না হওয়ায় বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে কিশোর ও কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, যতন চন্দ্র সিংহ (১৮), ওই গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে ও সুমি বালা (১৪) একই পরিবারের যতীন চন্দ্রের মেয়ে।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর জানান, নিহতরা চাচাতো ভাইবোন এবং নাবালক ছিল। বাড়িতে প্রেমের সম্পর্ক জানার পর বিয়েতে রাজি না হওয়ায় তারা বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুই পরিবার থানায় ইউডি মামলা করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আরপি/ এসআই
বিষয়: ঠাকুরগাঁও ভাইবোনের আত্মহত্যা
আপনার মূল্যবান মতামত দিন: