রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


দিনাজপুরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ০০:৫৩

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

প্রতীকী ছবি

দিনাজপুরে নবাবগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে করতোয়া নদীর পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংগসের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত অনামিকা (৯) ও অর্ভ (৭) দু’জনেই নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংগসের ঘাট এলাকার কৃষক অপ্রুল চন্দ্র সরকারের সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো.আক্তার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে দুই ভাই বোন খেলতে যায়। হঠাৎ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top