রাজশাহী শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক ১৪৩১


সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ


প্রকাশিত:
২৭ মে ২০২১ ২০:২১

আপডেট:
২৭ মে ২০২১ ২০:২৯

প্রতিকী ছবি

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে দুই শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। নগরীর বন্দর থানার কলসী দিঘির পাড় এলাকার একটি বাসায় বুধবার গভীর রাতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. রাসেল (৩৩), তার স্ত্রী নাজু বেগম (২৮), তাদের দুই সন্তান লামিয়া (৩), জিহাদ (৬) এবং রাসেলের ভাই শিপন (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাসেলদের বাসায় সিলিন্ডার বিস্ফোরণের পর রাত আড়াইটার দিকে প্রতিবেশিরা তাদের হাসপাতালে নিয়ে আসে। সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক আহমেদ জানান, প্রাপ্তবয়স্ক তিনজনের শরীরের ৪০ থেকে ৭৫ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর দুই শিশুর দেহের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top