রাজশাহী শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


পদ্মায় গোসল করতে নেমে লাশ হলেন দুই বন্ধু


প্রকাশিত:
২০ মে ২০২১ ০৩:৪৪

আপডেট:
১১ মে ২০২৪ ১৬:৫৮

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের অপর বন্ধু আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের বাঘের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মশদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী (২০) ও একই গ্রামের টিপু খন্দকারের ছেলে সীমান্ত (১৮। আহত হয়েছেন একই গ্রামের সালাউদ্দিন মাদবরের ছেলে একান্ত। তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাহিমের চাচা সাবুন বেপারী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাহিম, সীমান্ত, একান্তসহ ৫-৬ বন্ধু মিলে একসঙ্গে উপজেলার বেজগাঁও ইউনিয়নের বাঘের বাড়ি এলাকার পদ্মা নদীতে গোসল করতে যায়। পরে তিন বন্ধু নদীতে ডুবে যায়। এ সময় প্রবল স্রোতের তোরে তিনজন ভেসে যায়। বাকি দুই বন্ধুর চিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে এসে নদী থেকে একান্তসহ তিনজনকে উদ্ধার করে।

পরে তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই বন্ধু মাহিম ও সীমান্তকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একান্তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, দুইজনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরপি / এমবি-২০


বিষয়: পদ্মা


আপনার মূল্যবান মতামত দিন:

Top