রাজশাহী মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২


ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, গাড়ি ভাঙচুর


প্রকাশিত:
১৩ মে ২০২১ ১৬:২৮

আপডেট:
২৭ জানুয়ারী ২০২৬ ০৩:৫৭

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে রাত ৮টার পর দোকান খোলা রাখার অভিযোগে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১২ মে) রাত ৮টার পর উপজেলা সদরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার অভিযোগে তিনি চরফ্যাশন উপজেলা সদরের বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এ সময় ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে মিছিল বের করেন। একপর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে হামলা চালায়। দুর্বৃত্তদের ইটের আঘাতে গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে।

এ বিষয়ে চরফ্যাশন থানা পুলিশের ওসি মনির মিয়া জানান, বটতলার ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকে অভিযান চলছে।

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top