রাজশাহী শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬, ৫ই মাঘ ১৪৩২


বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত ১০


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২১ ০৩:০৩

আপডেট:
১৭ জানুয়ারী ২০২৬ ০৯:৫৯

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়িতে মাংস কম দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। শুক্রবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন তাকে নিয়ে যেতে।

দুপুরে খাওয়া-দাওয়ার ফাঁকে মাংস কম দেয়ায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রাসেল, সেলিম ও হাসানসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় এ তিনজনকে স্থানীয় কলাপড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরপি / এমবি-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top