মাঝমেঘনায় ফেরিতে হঠাৎ আগুন, পুড়ে গেল ৬ ট্রাক

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে মাঝমেঘনায় ‘এমভি কলমীলতা’ নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ছয়টি পণ্যবাহী ট্রাক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
এসময় ফেরির একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা। খবর পেয়ে ভোলা থেকে ফেরি ‘কিষানিতে’ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি ‘এমভি কলমীলতা’ ছেড়ে আসে। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে। এতে ছয়টি ট্রাক পুড়ে যায়। এ সময় ওই ফেরিতে ১১টি ট্রাক-পিকআপভ্যান ছিল।
ফেরির স্টাফ আলম সিকদার জানান, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টায় ছাড়ে। এটি মতিরহাট এলাকায় পৌঁছার কিছুক্ষণ পরই আগুন লাগে।
ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে। ভোলার ইলিশা নৌ-থানার ওসি সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরীঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপভ্যান নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্য ছেড়ে আসছিল ‘এমভি কলমীলতা’ ফেরিটি। ভোলার চর ও মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ওই ফেরিতে থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়টি মালবাহী ট্রাক আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরপি / এমবি-৬
আপনার মূল্যবান মতামত দিন: