রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণ


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ০১:২২

আপডেট:
৭ এপ্রিল ২০২১ ০১:২২

প্রতিকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের নাটক সাজিয়ে ভাড়া বাসায় আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ওই কিশোরী তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার অভিযোগের ভিত্তিতে পৌর শহরের বাদুরতলী এলাকা থেকে শাকিল (২৬) ও রিয়াজ (৩০) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। মামলার প্রধান আসামি সজীব পলাতক।

মামলা সূত্রে জানা যায়, যৌন হয়রানিসহ ধর্ষণচেষ্টার অভিযোগে সজীবের নামে ওই কিশোরী গত ২ মার্চ থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকে সজীব প্রায়ই ওই কিশোরীর গ্রামের বাড়ি যাওয়া-আসা শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ৭ মার্চ সজীব ওই কিশোরীকে কলাপাড়া পৌর শহরের একটি ভাড়া বাসায় এনে সহযোগী শাকিল ও রিয়াজের সহায়তায় মিথ্যা বিয়ের আয়োজন করে।

এরপর প্রায় এক মাস সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করে সজীব। ভাড়া বাসা থেকে ওই কিশোরী যাতে পালাতে না পারে সেজন্য শাকিল ও রিয়াজ সার্বক্ষণিক নজরদারিতে রাখতেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top