ব্রাহ্মণবাড়িয়া সহিংসতায় আসামি ২০ হাজার
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ তাণ্ডবের ঘটনায় দায়ের করা হয়েছে ১৯টি মামলা। এতে ১৩৯ জনের নাম উল্লেখ এবং ২০ থেকে ২২ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ২৬ মার্চ সহিংসতা শুরু হওয়ার পর আট দিনে এজহারনামীয় মাত্র এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতার ঘটনায় সদর মডেল থানায় ১৫টি, সরাইল থানায় দুটি ও আশুগঞ্জ থানায় দুটি মামলা করা হয়। এসব মামলায় সদর মডেল থানা পুলিশ ২১ জনকে, আশুগঞ্জ থানা পুলিশ চারজনকে এবং সরাইল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।’
হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া মামলাগুলোতে অভিযুক্তের তুলনায় গ্রেফতারের সংখ্যা তুলনামূলক কম হওয়ার বিষয়ে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এজহারনামীয় যারা তাদেরকে ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেকেই এখন পলাতক। দ্বিতীয়ত, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজব ছড়িয়ে, অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে তাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে। পুলিশের পক্ষ থেকে মামলার পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মামলাও আমরা এজহারভুক্ত করব।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার জেরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহত হয় ৯ জন।
আরপি/ এসআই-৭

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: