রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


১৫ বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে


প্রকাশিত:
২ এপ্রিল ২০২১ ১৬:১২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৬:২০

ছবি: সংগৃহীত

ভারত থেকে আসা ১৫ বাংলাদেশিকে আরটিপিসিআরের করোনা নেগেটিভ সনদ না থাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

তাদের মধ্যে ৪ জন নারী, ৮ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। তাদের বেনাপোল পৌর বিয়েবাড়ি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকতে হবে। চিকিৎসার জন্য তারা ভারতে গিয়েছিলেন। তবে যাদের সঙ্গে আরটিপিসিআরের নেগেটিভ সনদ রয়েছে, তারা হোম কোয়ারেন্টাইনের সুযোগ পাচ্ছেন।

এদিকে ভারত থেকে ফেরার পর অতিরিক্ত খরচের টাকা নেই অনেকের। তাছাড়া কোয়ারেন্টাইনে থাকার পরিবেশ ভলো না হওয়ায় দুশ্চিন্তায় এসব পরিবার।

ভারতফেরত কয়েকজন যাত্রী বলেন, তিনি পরিবার নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে ফিরে জানতে পারেন পিসিআর ভিত্তিক করোনা সনদ লাগবে। ভারতের সরকারি হাসপাতালের নেগেটিভ সনদ ইমিগ্রেশন ডাক্তার গ্রহণ করেননি। অসুস্থ্ স্বজনদের নিয়ে বৈরী পরিবেশে ১৪ দিন থাকতে হবে। অসুস্থ রোগী নিয়ে বিপাকে আছি।

ভারতফেরত আরও এক যাত্রী বলেন, দুবার করোনা রিপোর্ট আর ডাক্তার দেখাতে সব টাকা শেষ। সঙ্গে আছে বাড়ি ফেরার ভাড়ার টাকা। ব্যক্তিগত খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সম্ভব না। সরকারকে বিষয়টি বিবেচনার দাবি জানান তিনি।

ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আবু তাহের জানান, সরকারি নির্দেশনা মানতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যাদের সঙ্গে পিসিআর ভিত্তিক নেগেটিভ সনদ আছে, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে।

 আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top