রাজশাহী শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


প্রবাসীর স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, চারজন রিমান্ডে


প্রকাশিত:
১৫ মার্চ ২০২১ ১৫:৫২

আপডেট:
১০ মে ২০২৫ ১৯:০৪

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রবাসীর স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলায় চার আসামির প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (১৪ মার্চ) দুপুরে ভেড়ামারা আমলি আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

চার আসামিকে রোববার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) মো. জহুরুল ইসলাম।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার আসামি ইয়ামিন খান (২৮), মো. করিম (৩০), মো. নাইম (২০) ও মো. স্মরণ (২২) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান বিচারক।

২৮ ফেব্রুয়ারি আসামিদের রিমান্ডের আবেদন করা হয়। রোববার দুপুরে চার আসামির প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার আরেক আসামি মো. তুর্য (২৩) এখনো পলাতক।

গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে প্রবাসীর স্ত্রী নিজের ঘরে তার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আসামিরা এসে খালাত ভাইকে বাইরে আটকে রেখে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করেন।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলার আবেদন করেন। ২২ ফেব্রুয়ারি মামলা নথিভুক্ত করে পুলিশ।

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top