রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


অধ্যক্ষের নির্দেশে সাংবাদিক পেটাল ছাত্রলীগ


প্রকাশিত:
১০ মার্চ ২০২১ ১৬:৫২

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১১:৪৭

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার— এমন খবরে আবেদনের জন্য প্রত্যয়ন নিতে কলেজে ছুটছেন ছাত্রছাত্রীরা। সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা নিয়ে দেওয়া হচ্ছে প্রত্যয়ন।

এ ঘটনার সংবাদ করতে চাওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশে স্থানীয় সাংবাদিক জামিনুর রহমানকে পিটিয়েছেন ছাত্রলীগ কর্মীরা। আহত সাংবাদিক শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক জামিনুর রহমান বলেন, ‌‘করোনাকালীন শিক্ষার্থীদের সরকার আর্থিক সহায়তা দেবে এমন খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। সহায়তার জন্য অনলাইনে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন নিয়ে আবেদন করতে হবে। শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমি ঘটনাটি অধ্যক্ষের কাছে জানতে চাই। তখন তিনি বলেন, আমি অনেক টাকা-পয়সা খরচ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ পেয়েছি। সে জন্য এখন টাকা তো নিতে হবে।’

সাংবাদিক জামিনুর রহমান বলেন, ‘৮ মার্চ (সোমবার) দুপুরে শ্যামনগর সদরের মাছ বাজারের মধ্যে সাবেক ছাত্রলীগকর্মী জাহিদুল ইসলাম, মিলন ও আসাদ এসব ঘটনা আমার কাছে জিজ্ঞেস করে বলেন, আমি স্যারকে এসব কথা বলেছি কেন? এরপর তারা আমাকে মারপিট শুরু করে। এ ঘটনায় আমি থানায় এজাহার দাখিল করেছি।’

অধ্যক্ষ আবুল হোসেন বলেন, ‌‘এ পর্যন্ত ৪০০ শিক্ষার্থীকে প্রত্যয়ন দেওয়া হয়েছে। দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে সরকার আর্থিক সহায়তা দেবে। সে কারণে অনলাইনে আবেদন করতে এই প্রত্যয়ন নিচ্ছে শিক্ষার্থীরা। টাকা নেওয়ার বৈধতা নেই, তবে খরচের জন্য ৫০ টাকা করে নিচ্ছি। একটি প্রত্যয়ন করতে এক টাকা খরচ হয়। আমি একটু বেশি নিচ্ছি। সব শিক্ষক আলোচনা করে এটা নিচ্ছি।’

তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যয়ন দিতে টাকা নিচ্ছে তাতে কোনো সমস্যা হচ্ছে না। আমি নিচ্ছি, সে জন্য কথা হচ্ছে কেন? সাংবাদিক জামিনুর রহমানকে মারপিট করানোর বিষয়টি তিনি অস্বীকার করেন।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সাংবাদিককে মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলাটি নথিভুক্ত করতে প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top