‘মাথায় আঘাত’ দিয়ে নবজাতক হত্যা, ৪০ দিন পর মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ছেলে নবজাতকের লাশ উদ্ধারের ৪০ দিন পর হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে মঙ্গলবার (৯ মার্চ) রাতে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম।
তিনি জানান, গত ২৮ জানুয়ারি দুপুরে ৯৯৯ নম্বর থেকে ফোন আসে। ফোন পেয়ে ফতুল্লার তক্কার মাঠ পেয়ারাবাগান এলাকা থেকে কাপড়ে মোড়ানো ছেলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। এরপর মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার ময়নাতদন্ত রিপোর্ট এসেছে। এতে উল্লেখ করা হয়েছে, নবজাতকের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট পর্যালোচনা করে মামলা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নবজাতকের বাবা-মায়ের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের পাওয়া গেলে এ হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আরপি / এমবি-৭
বিষয়: ‘মাথায় আঘাত’ নবজাতক হত্যা মামলা
আপনার মূল্যবান মতামত দিন: