সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ, অর্জন করেছেন প্রথম স্থান

পাঁচ মাস ১৭ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে কোরআনের হাফেজ হলেন চাঁদপুরের কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার ছাত্র মো. মাহবুবুল ইসলাম। হাফেজ মাহবুবুল ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
ওই মাদ্রাসার হিফজ বিভাগে পবিত্র কোরআন শিক্ষা শেষে সে ১ম স্থান অর্জন করেন।
রোববার দুপুরে কচুয়া বড় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঢাকা বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক শাই-খুল হাদিস আল্লামা মাওলানা মুফতি মিজানর রহমান সাইদ তাকে পাগড়ী দান (দস্তারবন্দী) প্রদান করেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবু হানিফার সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা ছানাউল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন- কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাটা, নব নির্বাচিত কাউন্সিলর মাসুদ আলম প্রধানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।
আরপি/ এসআই-৯
বিষয়: কোরআনের হাফেজ চাঁদপুর কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসা ঢাকা বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টার
আপনার মূল্যবান মতামত দিন: