রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


আইনজীবীদের সংঘর্ষ : ৩০ ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হলেন এমপি


প্রকাশিত:
৬ মার্চ ২০২১ ১৬:৩০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৪৭

ছবি: সংগৃহীত

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে আইনজীবী সমিতির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ৩০ ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হয়েছেন সদস্য ও দিনাজপুর সদর সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুঁই। ওই সংঘর্ষের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন জেলা আইনজীবী সমিতির সদস্য ও এমপি জাকিয়া তাবাসসুম জুঁই। এমপি জাকিয়া তাবাসসুম জুঁইকে রাত ১২টায় হাসপাতালে দেখতে আসেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার (৪ মার্চ) আইনজীবী সমিতির দুগ্রুপের সংঘর্ষে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন।

এ ঘটনায় মামলা করেছেন সংঘর্ষে আহত আইনজীবী সারওয়ার আহমেদ বাবু। শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় মামলাটি করেন তিনি। আসামিরা হলেন সমিতির সভাপতি মাজহারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শামসুর রহমান পারভেজ, হযরত আলী বেলাল, খয়রাত আলী, মাহফুজুর রহমান বিপুল, মাহফুজ আলী, কবির বিন গোলাম চার্লি, অনিমেষ চন্দ্র রায়, সিফাত রহমান লিমন, আলাল, হেলাল ফারুক, শাওন, আকবর, রাজা, নবী, রবিউল ইসলাম রবি, খোকনসহ ১৯ জন। মামলার বিষয়টি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন।

দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা বলেন, ব্যথা অনুভব করায় এমপি জাকিয়া তাবাসসুম জুঁই নিজে এসে ভর্তি হন। চিকিৎসা চলছে। তদন্ত বোর্ড গঠন করে আঘাতের বিষয়টি বোঝা যাবে।

কমিটি সূত্রে জানা গেছে, আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের প্রথম শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ থেকে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়। তবে গত বছরের সেপ্টেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়। এতে বর্তমান কমিটির মেয়াদ ১ বছর বাড়ানো ও সাবেক কমিটির ৬ কোটি টাকার দুর্নীতিসহ ৯টি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার (৪ মার্চ) জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা ডাকা হয়।

বেলা ১১টার দিকে দিনাজপুর আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাধারণ সভার আয়োজন করেন। এ ঘটনায় সমিতির পূর্বের কমিটির নেতারা সাধারণ সভাস্থলে গিয়ে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। সংঘর্ষের মধ্যে কিছু বহিরাগত এসে আইনজীবীদের ওপর হামলা চালায়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইনজীবী সমিতির সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই বৃহস্পতিবার বলেন, দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে আমাকেও ধাক্কা দেওয়া হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এর সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top