রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


অস্ত্রের মুখে ছাত্রীকে ধর্ষণ


প্রকাশিত:
৫ মার্চ ২০২১ ২৩:৩৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৩৪

প্রতিকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নেরর মাঝাপাড়া গ্রামে অস্ত্রের মুখে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (০৩ মার্চ) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কিসমত শুখানপুকুরী মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই গ্রামের বাসিন্দা ইসারুল ইসলামের ছেলে রায়হান (১৮) বাড়ীতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি ধর্ষকের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করলে তাকে দেশীয় অস্ত্র (ছুরি) দিয়ে জবাই করে হত্যার ভয় দেখায়। এরপর স্থানীয় এক বাসিন্দা বিষয়টি টের পেয়ে মেয়ের বাবাকে খবর দেয়। পরে তার বাবা এসে মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করান।'

মেয়ে বাবা বাতিনুর রহমান জানান, 'বাড়িয়ে কেউ না থাকার সুযোগে রায়হান আমার মেয়েকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে। আমি খবর পেয়ে বাড়ীতে গিয়ে দেখি আমার মেয়ে রায়হানের ঘরে অসুস্থ অবস্থায় পরে আছে। আমি প্রশাসনের কাছে ধর্ষক রায়হানের সর্ব্বোচ্চ শাস্তি চাই।'
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত রায়হানের পরিবারের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে কেউ রাজী হননি।

ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, 'মেয়ের বাবা থানায় একটি মামলা করেছেন। আসামিকে ধরতে আমাদের অভিযান চলছে।

আরপি/ এমবি-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top