যৌতুকের জন্য স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু

চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে যৌতুকের জন্য স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে স্বামী শরীফ খান। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকার বড় খান বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাথী আক্তারের মা ফাতেমা বেগম বাদী হয়ে স্বামী শরীফ খান, তার বোন রাবেয়া বেগম ও তার বড় ভাইয়ের স্ত্রী হালিমা বেগমকে আসামি করে বৃহস্পতিবার রাতেই চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শরীফ পলাতক রয়েছেন।
সাথী আক্তারের মা ফাতেমা বেগম জানায়, আমার মেয়ে সাথী আক্তারের স্বামী শরীফ এর আগে পশ্চিম রামদাসদী দোকানঘর এলাকার রফিক মল্লিকের মেয়ে রোকেয়া বেগমকে বিয়ে করে। সেই সংসারে তার দুটি সন্তান রয়েছে। শরীফের নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে দুই সন্তান নিয়ে প্রথম স্ত্রী তাকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর সাথীকে বিয়ে করে শরীফ। এ সংসারে দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
নিহত সাথীর পিতা মিজানুর রহমান জানান, বিয়ের সময় শরীফকে ব্যবসা করার জন্য দুই লাখ টাকা দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকে শরীফ সাথীর কাছে যৌতুক দাবি করে নির্যাতন করতে থাকে। যৌতুকের জন্য সাথীকে মাথায় ইট দিয়ে আঘাত করে। আঘাত করার বিষয়টি সাথী ফোন করে তার বাবাকে জানায় বলে জানান তিনি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিব হাসান চৌধুরী জানান, লাশের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে মডেল থানায় হত্যা মামলা করেছেন।
আরপি / এমবি-৮
আপনার মূল্যবান মতামত দিন: