লাশের খাটিয়ার সঙ্গে রিকশার ধাক্কা, দুপক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় লাশবাহী খাটিয়ার সঙ্গে রিকশার ধাক্কা লাগা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।বুধবার সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় শাখাইতি গ্রামের এনায়েতের বাড়ির লোকজন এক ব্যক্তির মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করে খাটিয়া নিয়ে বাড়ি ফিরছিল। পথে মরদেহবাহী খাটিয়ার সঙ্গে রিকশার ধাক্কা লাগে।
রিকশাচালক আমির হোসেন একই গ্রামের আলালের বাড়ির বাসিন্দা। এ নিয়ে এনায়েতের বাড়ির লোকজনের সঙ্গে আমির হোসেনের প্রথমে বাগবিতণ্ডা হয়। এর জেরে বুধবার সন্ধ্যায় এনায়েত ও আলালের বাড়ির লোকজন সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এ বিষয়ে সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করেছি। এখন পরিবেশ শান্ত।
আরপি / এমবি-৫

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: