খেলতে গিয়ে গরম দুধে পড়ে ছোট ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গরম দুধে পড়ে আহত শিশু রুদ্রনীল ঘোষ (৫) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ৪ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) থেকে মারা যায় রুদ্রনীল।
রুদ্রনীল ঘোষ মধুপুর পৌর শহরের ঘোষ পল্লীর প্রকাশ ঘোষের ছেলে। গত শনিবার বড় ভাই ইন্দ্রনীলের (৭) সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ দই তৈরির গরম দুধের পড়ে আহত হয় রুদ্রনীল ঘোষ।
শিশুটির চাচা হারাধন ঘোষ জানান, দগ্ধ শিশু রুদ্রনীল ঘোষকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। ৫২ শতাংশ দগ্ধ শরীরে রুদ্র ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যায় থাকা অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যার রুদ্রনীল।
আরপি / এমবি-৮
আপনার মূল্যবান মতামত দিন: