রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


কবর দেওয়ার ১৬ বছর পরও কিছুই হয়নি মরদেহের!


প্রকাশিত:
৩ মার্চ ২০২১ ১৬:৩৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৩৯

ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলায় দাফনের ১৬ বছর পর অক্ষত অবস্থায় পাওয়া গেছে এক ব্যক্তির মরদেহ। মঙ্গলবার (২ মার্চ) বিকেলে উপজেলার ইলিশা সড়কের খননকাজের সময় ওই ব্যক্তির মরদেহ অক্ষত অবস্থায় পান শ্রমিকরা।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান শিকদার বাড়ি জামে মসজিদের কবরস্থানে ১৬ বছর আগে মো. হোসেন শিকদারকে দাফন করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

তাকে যেভাবে কবরে রাখা হয়েছিল, সেভাবেই পেয়েছেন বলে দাবি শ্রমিকদের। মরদেহ ও কাফনের কাপড় ১৬ বছর পরও অক্ষত রয়েছে তার। এমন চাঞ্চল্যকর খবর শুনে তার মরদেহ দেখতে ভিড় জমান এলাকাবাসী। পরে জানাজা দিয়ে তার মরদেহ আবার দাফন করেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় এক মুরব্বি শাহরিয়ার ঝিলন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা ইলিশা সড়কের খননকাজের সময় লাশটি উঠে আসে। পরে দেখি লাশ এবং কাফনের কাপড় অক্ষত অবস্থায় রয়েছে।

তিনি বলেন, হোসেন শিকদার আমাদের প্রতিবেশী। তিনি ছিলেন সহজ-সরল এবং নামাজি। হয়তো মহান আল্লাহ তাকে জান্নাতি মেহমান করে রেখেছেন। এ জন্য এত বছর পরও তার লাশ অক্ষত রয়েছে।

স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম সাগর বলেন, এমন চাঞ্চল্যকর ঘটনা দেখে আমি অবাক হয়েছি। এত বছর পরও হোসেন শিকদারের লাশ অক্ষত থাকার রহস্য আল্লাহ ভালো জানেন। তবে হোসেন শিকদার ঈমানদার ছিলেন, এটা এলাকার সবাই জানেন।

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top