রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


চলন্ত বাসে কলেজছাত্রীকে যৌন হয়রানি, হেলপার আটক


প্রকাশিত:
১ মার্চ ২০২১ ১৫:৪৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৪৩

প্রতিকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইব্রাহিম খলিল নামে এক হেলপারকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম খলিল নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমে বলেন, শনিবার আজমিরীগঞ্জ থেকে ঢাকাগামী লাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে বিভিন্ন প্রলোভন দিয়ে যৌন হয়রানি করে বাসের হেলপার। পরে কলেজছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়।

রোববার দুপুরে হেলপারকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে মারধর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওসি আরও বলেন, আটক ইব্রাহিমকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top