রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


দুর্গম চর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার


প্রকাশিত:
১ মার্চ ২০২১ ১৫:৩১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৩৭

প্রতিকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্যা চরের আল আমিনের স্ত্রী শেফালি খাতুন (২২) এবং তার পাঁচ মাস বয়সী শিশুকন্যা আয়েশা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শেফালি খাতুন কবিরাজি চিকিৎসা করানোর কথা বলে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। রোববার বিকেলে পার্শ্ববর্তী শংকরপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় মা-মেয়েকে হত্যা করে মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। তাদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top