শহিদ মিনারে ককটেল ও ছুরিসহ আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ মিনার চত্বর থেকে তিনটি তাজা ককটেল ও ছুরিসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের সাহারুল ইসলাম ও একই উপজেলার বার টিকরি গ্রামের মিলন মিয়া। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের জানাচ্ছিলেন লোকজন। এ সময় শহীদ মিনারের পাশে একটি রিকশাভ্যানে বসেছিলেন সাহারুল ও মিলন। তারা দুজন পকেট থেকে ককটেল বের করার সময় বিষয়টি নজরে পড়ে পুলিশের। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে তিনটি তাজা ককটেল ও একটি লম্বা ছুরি পাওয়া যায়।
আরপি / এমবি-৭
আপনার মূল্যবান মতামত দিন: