পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা

চাঁদপুরের কচুয়া পৌরসভার পূর্বপাড়া গ্রামের আলী আহম্মদ ক্বারী বাড়ির ইলিয়াছের ছেলে নাছির উদ্দিনের (৩০) ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা আক্তারের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সীমার মা বিলকিছ আক্তার বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, নাছির উদ্দিন ও তার বড় ভাইয়ের স্ত্রী খালেদা বেগম (৩০) দু’জন পরকীয়ায় আসক্তি সীমা দেখতে পেয়ে প্রতিবাদ করলে তাকে শ্বাসরোধ করে মেরে গলায় রশি বেঁধে ঘরে ঝুলিয়ে রাখে। অভিযোগে উল্লেখ, প্রায় ২ বছর পূর্বে নাছিরের সাথে সীমার বিবাহ হয়।
আগেও নাছির আরেকটি বিয়ে করেছিল। সীমার সাথে বিয়ের পর নাছির বড় ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ায় আসক্ত ছিল। সীমা প্রতিবাদ করলে তাকে নির্যাতন করে আসছিল। পুলিশ নাছির ও তার বড় ভাইয়ের স্ত্রী খালেদা বেগমকে গ্রেফতার করে চাঁদপুর আদালতে প্রেরন করেছে।
কচুয়ার থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, মামলার আসামি হিসেবে সীমার স্বামী নাছির উদ্দিন ও তার বড় ভাবি খালেদা আক্তারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি / এমবি-৯
আপনার মূল্যবান মতামত দিন: