রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২


রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগের ক্লাস শুরুর দিনে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উৎসব


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫ ১৭:৪৫

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৮:০২

রাজশাহী পোস্ট

রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস শুরুর দিনটিকে স্মরণীয় করে রাখতে নিজেদের উদ্যোগে আয়োজন করে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২০৬ নম্বর কক্ষে আয়োজিত এই ক্লাস ওপেনিং সেলিব্রেশনে কেক কেটে ক্লাসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থ সারথী বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সাত্তার, মো. সাইফুল ইসলাম এবং সরকারি অধ্যাপক মো. আজমত আলী।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঐশী বলেন, আমাদের খুব ভালো লাগছে যে সবাই মিলে এমন একটি আয়োজনের মাধ্যমে ক্লাস শুরু করতে পারছি। এর আগে এমন কিছু দেখিনি। এটি আমাদের জন্য স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।

আরেক শিক্ষার্থী সাফি বলেন, আমরা চাইছি, সবাই মিলে সম্পর্কের বন্ধন দৃঢ় করে এই নতুন যাত্রাকে সফল করে তুলতে।

শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে অধ্যাপক পার্থ সারথী বিশ্বাস বলেন, এই প্রথম ক্লাসের সূচনাকে শিক্ষার্থীরা এমনভাবে উদযাপন করলো। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি চাইবো তারা এই মিলবন্ধন ধরে রেখে এগিয়ে যাক।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষকরাও মত দেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বন্ধন, উদ্দীপনা এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top