রাজশাহী কলেজে "Compound Effect" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী কলেজ ক্লাব অব ইকোনোমিক্সের উদ্যোগে “The Power of The Compound Effect” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী কলেজের এ এইচ এম কামরুজ্জামান ভবনের ১০১ নম্বর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ওয়াসীম মেজবাহুল হক। তিনিই অনুষ্ঠানের মূল বক্তার দায়িত্বও পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ, ক্লাব অব ইকোনোমিক্সের সভাপতি মোঃ জুয়েল হোসাইনসহ ক্লাবের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা।
প্রধান বক্তা হিসেবে প্রফেসর ড. ওয়াসীম মেজবাহুল হক বলেন, “The Power of The Compound Effect” অঙ্গীকারের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক অভ্যাস গড়ে তোলা এবং ধাপে ধাপে উন্নতির মাধ্যমে নিজেদের একজন ভালো মানুষে পরিণত করার অনুপ্রেরণা দেওয়া।” তিনি 'Compound Effect' এর ধারণাটিকে বীজ থেকে একটি পরিপূর্ণ গাছে পরিণত হওয়ার প্রক্রিয়ার সঙ্গে তুলনা করেন।
সেমিনারটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও স্বপ্ন নিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায় বলে জানান অংশগ্রহণকারীরা।
আরপি/আআ
বিষয়: রাজশাহী কলেজ ইকোনোমিক্স
আপনার মূল্যবান মতামত দিন: