রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


আদমদীঘিতে বিএনপির তিন নেতা-কর্মী গ্রেফতার


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৩ ১৮:০৫

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১২:৪১

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে বিস্ফোরক দ্রব্য মামলায় বিএনপির তিন নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাতে সান্তাহার ও মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সান্তাহার পৌরসভার নতুন বাজার এলাকার কায়েব আলীর ছেলে পৌর বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক শাকিল আলম (৫২), আদমদীঘির নসরতপুর ইউপির সাবেক ছাত্রদল নেতা মুরইল গ্রামের আবু জাফরের ছেলে আপেল মাহমুদ (৪৬) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে বিএনপি কর্মী শহিদুল ইসলাম (৪৫)।

আরও পড়ুন: জামায়াত অনুমতি চেয়েছিল, কিন্তু আমরা অনুমতি দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২২ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আদমদীঘি উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিলে পুরাতন সোনালী ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় পাঁচজন আহত হয়। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি রেজাউল করিম রেজা জানান।

 

আরপি/এসআর-০৫


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top