রাজশাহী শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


পুকুরে বিষ প্রয়োগে দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩ ১৯:০৪

আপডেট:
৪ জুলাই ২০২৫ ১১:০৮

ছবি: রাজশাহী পোস্ট

বগুড়ার আদমদীঘিতে মাছ চাষ পুকুরে বিষ প্রয়োগ করে দুই লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

গত রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় গোলাম রাব্বানীর মাছ চাষ করা পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়। এ ঘটনায় সোমবার (১৬ অক্টোবর) দুপুরে আদমদীঘি থানায় অভিযোগ করা হয়।

আরও পড়ুন: গুজব প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় নিমাইদীঘি গ্রামের গোলাম রাব্বানী পল্টু তার ওষুধের দোকানের পাশে একই গ্রামের পলাশ নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় এক বিঘা জলাশয়ের একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। রবিবার দিবাগত রাতে ওই পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। সোমবার সকালে স্থানীয়রা পুকুরের মাছ মরে ভাসতে দেখে পল্টুকে খবর দেন। এতে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top