রাজশাহী সোমবার, ৪ঠা নভেম্বর ২০২৪, ২০শে কার্তিক ১৪৩১


আদমদীঘিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৩ ১৭:৫৮

আপডেট:
৫ অক্টোবর ২০২৩ ১৮:০৯

ছবি: রাজশাহী পোস্ট

বগুড়ার আদমদীঘি উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার বনমালী-পরেমশ্বর (বি.পি.) উচ্চ বিদ্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে পৌর শহরে প্রধান সড়কে শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করে সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

আরও পড়ুন: রাজশাহী কলেজ শিক্ষার্থী নিশাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আলোচনা সভায় সভাপতিত্বে করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার।

এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল মতিন তালুকদার, মুক্তা রানী, তুষার কান্ডি সরকার, রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক কামরুজ্জামান নান্নু, আছলাম হোসেন, অশোক কুমার ঘোষ, উম্মে সালওয়া, মাহাফিজুর রহমান, দিল আফরোজ, মোহসিন ইসলাম, চামেলী পারভীন, নাদিরা খাতুন, সাজেদুর রহমান রকি প্রমূখ।

 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top