ঔষধের আড়ালে ট্যাপেন্টাডল বিক্রি, ফার্মেসি মালিক ধরা
বগুড়ার আদমদীঘিতে ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শফি মাহমুদ উজ্জল (৩৭) নামের এক ফার্মেসি মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শফি মাহমুদ উজ্জ্বল সোনি মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী ও আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে।
আরও পড়ুন: আগস্টে ৪৪১ দুর্ঘটনায় সড়কে ঝড়েছে ৪২৬ প্রাণ
আদমদিঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, ফার্মেসি মালিক শফি মাহমুদ উজ্জ্বল আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সামনে নিজ মালিকানাধীন ফার্মেসির দোকানে অন্যান্য সকল ঔষধের পাশাপাশি ব্যবস্থাপত্র ছাড়াই নেশা জাতীয় (মাদক) ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ওই পরিমাণ ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসআর-১৩
বিষয়: গ্রেফতার ট্যাপেন্টাডল
আপনার মূল্যবান মতামত দিন: