নগরী উন্নয়নে আরও ২ হাজার কোটি টাকার প্রকল্প

রাজশাহী নগরীর উন্নয়নে আরও দেড় থেকে ২ হাজার কোটি টাকার উয়ন্নন প্রকল্প আসছে। আগামী ২ বছরে আসবে এসব বরাদ্দ।
শনিবার (০৬ নভেম্বর) নগরীতে চার লেনের সড়ক নির্মাণকাজের উদ্বোধনীতে এই তথ্য জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
দুপুরের দিকে নগরীর ছোটবনগ্রাম বাইপাস মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র।
তিনি বলেন, করোনকালীন সারাবিশ্বের মতো রাজশাহীতে উন্নয়ন কাজ থেমে ছিল। করোনা পরিস্থিতি কিছু স্বাভাবিক হওয়ায় এখন নগরীতে ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে। আগামী ২ বছরে আরও দেড় থেকে ২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ পাওয়া যাবে।
মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী নগরীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।
প্রকল্পটির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রশস্তকরণ ছাড়াও ৩০টি ওয়ার্ডের অলি-গলির সব রাস্তা ও ড্রেন নির্মাণসহ নানাবিধি অবকাঠামো উন্নয়ন কাজ চলমান।
মেয়র আরও বলেন, দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন রাসিকের উদ্যোগে সড়কটি পুনরায় নির্মাণ করা হচ্ছে।
ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক, দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে।
৪ দশমিক ১৭ কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেন সহ চার লেন সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। সড়কটি প্রস্ত হবে ৮০ ফুট। ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে।
সড়কটির সৌন্দর্য্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে। এরই মাধ্যমে বতর্মান খানাখন্দে ভরা সড়কটি বিশ্বমানের একটি সড়কে পরিণত হবে। দুর্ভোগের পরির্বতে স্বাচ্ছন্দে চলাচল করতে পারবেন নগরাবাসী। সড়কটি নির্মাণে অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
রাসিকের ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক ও রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নিযাম উল আযিম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব প্রমুখ।
জানা গেছে, ২০০৯ সালের জুনে ভদ্রা রেলক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি নির্মাণ করেছিল রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। ৪ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। দুই লেনের সড়কটি নির্মাণে ওই সময় ব্যয় হয়েছিল প্রায় ২২ কোটি টাকা।
এর একটি বড় অংশ ব্যয় হয় ভূমি অধিগ্রহণে। রক্ষণাবেক্ষণ না থাকায় কয়েক বছরের মাথায় সড়কটি খানাখন্দে ভরে যায়।
এক যুগ পর সড়কটি সম্প্রসারণসহ আধুনিকায়নের উদ্যোগ নিল রাসিক। এতে ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। সড়কটি প্রশস্ত হবে ৮০ ফুট।
আরপি/ এমএএইচ-১৩
আপনার মূল্যবান মতামত দিন: