শিশু নির্যাতন প্রতিরোধে ছবি যাচাই অ্যাপলে
এবার ছবি যাচাইয়ের টুলস চালু করতে যাচ্ছে অ্যাপল। শিশু নির্যাতন প্রতিরোধে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের সফটওয়্যারের নতুন আপডেটে এটি যুক্ত করতে যাচ্ছে। বিভিন্ন দেশের স্থানীয় আইনের ওপর ভিত্তি করে এই টুলস পরিচালিত হবে। গত শুক্রবার অ্যাপল এই তথ্য প্রকাশ করেছে।
কোনো ছবিতে শিশু নিপীড়নের আলামত শনাক্তের পর সেটি প্রথমে যাচাই করে দেখবে অ্যাপল কর্তৃপক্ষ। এরপর দরকার হলে আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গেও যোগাযোগ করে জরুরি পদক্ষেপ নেয়া হবে।
তবে অ্যাপলের ছবি যাচাইয়ের পরিকল্পনা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট। তিনি জানিয়েছেন, এটি ‘অ্যাপলের তৈরি ও পরিচালিত নজরদারি প্রক্রিয়া যা খুব সহজেই তারা বা সরকার নিয়ন্ত্রণ করতে চায় এমন ব্যক্তিগত যে কোনো কনটেন্ট স্ক্যানে ব্যবহার করা যাবে’।
অ্যাপলের এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীরা চাইলেই আইক্লাউড ফটোস নিষ্ক্রিয় করে রাখতে পারবেন। প্রক্রিয়াটিকে শুধু ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’ (এনসিএমইসি) এবং অন্যান্য সংস্থার দেওয়া ‘পরিচিত’ ছবির ডেটাবেজে কাজ করার প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আরপি/আআ
বিষয়: শিশু নির্যাতন প্রতিরোধ ছবি যাচাই অ্যাপল
আপনার মূল্যবান মতামত দিন: