রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মসজিদে হবে রেডিও স্টেশন!


প্রকাশিত:
৬ জুলাই ২০২০ ০৩:১৪

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১০:৪৮

ছবি: সংগৃহীত

মসজিদে সাধারণত আদায় করা হয়।তিন হাজার মুসল্লির মসজিদে হবে রেডিও স্টেশন! শুনতেই অবাক হয়েছেন অনেকেই। ঠিক এমনটাই উগান্ডার লিরা শহরে নির্মাণাধীন একটি মসজিদে একটি রেডিও স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে স্থানীয় মুসলিমরা। ল্যাঙ্গো অঞ্চলে ইসলাম প্রচারের জন্যই এই স্টেশন স্থাপন করা হবে। সাবেক রাষ্ট্রপতি ইদি আমিনের নামে প্রতিষ্ঠিত মসজিদটি হবে।

উগান্ডার দ্বিতীয় বৃহৎ মসজিদ—যাতে একসঙ্গে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। ডিসেম্বর ২০১৮ দেশটির প্রধান মুফতি শেখ শাবান মুবাজি নির্মাণাধীন মসজিদের অনুমোদন দেন। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির নামে প্রতিষ্ঠিত উগান্ডার সর্ববৃহৎ মসজিদ কামপালা শহরে অবস্থিত।

ইদি আমিন মসজিদ কমপ্লেক্সে মুসলিমদের জন্য একটি চিকিৎসাকেন্দ্র ও শপিং মলও করা হবে। ল্যাঙ্গো অঞ্চলের মুসলিম নেতা শেখ উসমান ইদেন জানান, নির্মাণাধীন মসজিদটি তুর্কি মুসলিমদের সহযোগিতায় নির্মিত হচ্ছে। আর বর্তমানে লিরা শহরে পাঁচ হাজার নথিভুক্ত মুসলিম রয়েছে।

 সূত্র: ডেইলি মনিটর

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top