শনিবার রোজা শুরু

বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনা। শুক্রবার দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলিমরা সাহরি করবেন। তার আগে শুক্রবার তারাবির নামাজ আদায়।
তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে এবার অন্যরকম এক রমজান হাজির হয়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে মসজিদগুলোতে হাফেজসহ সর্বোচ্চ ১২ জন মুসল্লিকে তারাবির নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার থেকে মুসলিমরা রোজা রাখা শুরু করেছেন।
এবার এক অচেনা পরিবেশে এলো পুণ্য অর্জনের মাস রমজান। অন্যান্য বছর রমজানের আগের দিনগুলো সেহেরি ও ইফতারের সামগ্রী কেনার ধুম পড়ে দোকানে দোকানে। করোনার কারণে মুদিখানা ছাড়া আর সব দোকান বন্ধ। তাই নেই কেনাকাটার সেই ধুম।
যারা রোজায় কেনাকাটায় করতে চান না, তারা আগেভাগেই সেরে ফেলেন ঈদের বাজার। তাদের ভিড়ে মুখরিত থাকত কাপড়ের দোকান। এবার সব বিপণিবিতান বন্ধ। কঠিন সময়ে অচেনা পরিবেশে এলো রমজান।
অন্যান্য বছর রমজানে মসজিদগুলোতে উপচেপড়া ভিড় থাকে। করোনার বিস্তার রোধে এবার তা থাকবে না। ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, তারাবিতে দুই হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না।
আরপি/ এমবি
বিষয়: রমজান শনিবার রোজা শুরু
আপনার মূল্যবান মতামত দিন: