রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

সাপের কামড়ে মৃত্যু ২, অসুস্থ ২০


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ০৩:১৬

আপডেট:
১৬ জুন ২০২০ ০৪:৫৫

ছবি: পবা উপজেলায় সাপের কামড়ে অসুস্থরা

রাজশাহীর পবা উপজেলায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত ৪ জুন রাত ৩টার সময় উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বাগশৈল গ্রামের মোঃ রফিকের মেয়ে মুক্তা আক্তারকে (১৬) কামড়ালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। এরপর এক ঘণ্টার ব্যবধানে মারা যায় মুক্তা। বিষাক্ত পোকার কামড়ে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়, মুক্তাকে সাপে কেটেছে। এদিকে দর্শনপাড়ার মোঃ সাগরের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে সাপে কাটলে সেও মারা যায়।

স্থানীয়দের তথ্যমতে, পরদিন ৫ জুন একই গ্রামের আরও ২ জনকে কামড়ায়। গত ১০ তারিখ গভীর রাতে অদৃশ্য কামড়ে আরও ২ জন অসুস্থ হন। এদের মধ্যে মোসাঃ শাপলা নামের একজন রাজশাহীর উদয়ন নার্সিং কলেজের ছাত্রী। অপরজনের নাম মোসাঃ লাল বানু।

সর্বশেষ আজ সোমবার আরও অন্তত ৬ জনকে কামড়ায়। ভোররাতে আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসাঃ নাজমা বেগমকে কামড়ালে তিনি অসুস্থ হন। সকাল ৮টার সময় একই গ্রামের মোঃ রুবেলের মেয়ে মোসাঃ তমাও কামড় খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আরেকজন হলো মুকসেদের মেয়ে মোসাঃ সাগরী। তাদের প্রত্যেকের বাড়ি বাগশৈল গ্রামে।
তবে করোনাকালে হাসপাতালে সেবা না পাওয়ায় চিকিৎসক বাদ দিয়ে স্থানীয় কবিরাজই তাদের ভরসা বলে এলাকাবাসী জানিয়েছেন। ফলে অসুস্থ অবস্থায় তাদেরকে স্থানীয় কবিরাজের কাছে নেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম রাজশাহী পোস্টকে জানান, এ পর্যন্ত দর্শনপাড়া ইউনিয়নে অদৃশ্য কামড়ে অন্তত ২০ জন অসুস্থ হলেন। আর মারা গেছে ২ জন। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাতে বাড়িতে ঘুমাতে পারছেন না কেউ।

এবিষয়ে আরএমপির কর্নহার থানার ওসি আনোয়ার আলী তুহিন রাজশাহী পোস্টকে বলেন, ‘বিষয়টি শুনেছি। ইউএনও স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নিব। তবে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে ঘরে কার্বলিক এসিড দিতে হবে।’

 

আরপি/আআ-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top