‘পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি’
                                ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি লাশ ফেলার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে ব্যর্থ হয়ে এবার সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি। সে লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ষড়যন্ত্রে লিপ্ত দলটি।
শুক্রবার (২৭ মে) সকালে ঢাকার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে।'
'পলিটিক্যাল হ্যালুসিনেশনে' ভুগতে থাকা বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ্মা সেতু দেখে বিএনপি অন্তর জ্বালায় ভুগছে, এ সত্য স্বীকার করে নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান।
পদ্মা সেতু নিয়ে বারবার 'লুটপাটের যে কাল্পনিক অভিযোগ' তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার বলে মন্তব্য করেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'শতভাগ স্বচ্ছতা নিয়েই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে।'
বিশ্বব্যাংক দুর্নীতির অপবাদ দিয়ে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়েছিল, এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে যে অভিযোগ বিশ্বব্যাংক করেছিলেন, পরবর্তীতে কানাডার আদালত দুর্নীতির সেই অভিযোগ নাকচ করে বাংলাদেশকে নির্দোষ রায় দিয়েছেন। তারপর বিশ্বব্যাংকই স্বীকার করছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে।'
এরপরও কী বিএনপি মহাসচিব পদ্মাসেতুর স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার করবেন? প্রশ্ন ওবায়দুল কাদেরের।
আরপি/এসআর-০৬

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: