সামিউল নির্জনের কবিতা : হঠাৎ বিকেলে
হঠাৎ বিকেলে
রাস্তার এক পাশে হঠাৎ দেখা
ভাবিনি সম্ভব হবে এই দুর্যোগের সময়।
আগে ওকে বার বার দেখেছি
কখনও নীল বোরকায়,কখনো কালো বোরকায়-
সূর্যমূখী ফুলের মতো রাঙা;
আজ পরেছে লাল হলুদ লিলেনের কাপড়
কোলে ছোট্ট শিশু নিয়ে,ওড়না তুলেছে মাথায়,
সূর্যমূখীর মতো চিকন মুখখানি ঘিরে।
মনে হলো,কালো রঙের একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে,
যে দূরত্ব স্কুল মাঠের শেষ সীমানায়
নির্জনের নীলাঞ্জনে।
ধপ ধপ করতে লাগল আমার সমস্ত বুকটা;
চেনা মানুষটিকে দেখলাম অচেনা রূপে
হয়তো আমাকে দেখেই চলতে লাগল-
রাস্তার ঐ পাশের বাড়িটিতে।
সে রইল শিশুটির দিকে চেয়ে।
আমি এগোতে লাগলাম সাইকেলটি নিয়ে,
পুরোনো দিনের স্মৃতি ছড়াতে ছড়াতে।
আমাকে দ্রুত যেতে হবে বাড়িতে,
বাবার ঔষধ দিতে।
দেখা হবে না হয়তো কোনোদিনই-
আর যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে
চেয়ে থাকবো শোনার জন্য,
তোমারই মুখে।
আরপি/আআ
বিষয়: হঠাৎ বিকেলে
আপনার মূল্যবান মতামত দিন: