রাজশাহী শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


মাহবুব আলমের কবিতা ‘ফিরবে না’


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪ ১৪:১৬

আপডেট:
১৭ মে ২০২৫ ১৯:৫৩

ফাইল ছবি

ফিরবে না

মাহবুব আলম

জানি ফিরবে না
তোমার জন্য নদীর ঘাটে
অপেক্ষা করতে হবে না,

জানি তুমি ফিরবে না!
মুক্ত আকাশে নতুন পাখনায় ভর দিয়েছে,
আমার আকাশ অন্ধকার দেখে দূরে সরে গেছো,

জানি ফিরবে না!

তোমায় নিয়ে নতুন কোন স্বপ্ন আর দেখা হবে না,

জানি তুমি ফিরবে না !
তোমার মুখের আর একটা কথাও শোনা হবে না ,
একসাথে আর দুই কদম চলার সুযোগও হবেনা,
জানি রে -
জানি তুমি আর ফিরবে না!

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top