প্যারিসে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ৮
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে অবস্থিত হেনরি মনদডোর নামের একটি হাসপাতালে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন।
বুধবার মধ্যরাতে আগুনের সূত্রপাত ঘটে। তবে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।প্যারিসের বেসরকারি হাসপাতালের প্রধান মার্টিন হির্চ এক টুইট বার্তায় এমনটা নিশ্চিত করেছেন। দমকল কর্মীদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তিনি দুঃখ প্রকাশ করেছেন।তবে কী কারণে ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
আরপি/আআ
বিষয়: প্যারিস হাসপাতাল অগ্নিকাণ্ড
আপনার মূল্যবান মতামত দিন: