রাজশাহী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


গান গেয়ে ঢাকার শ্রোতাদের মাতাবে দর্শন রাওয়াল


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০১

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১৮

ফাইল ছবি

প্রথমবারের মতো ঢাকার শ্রোতাদের গান শোনাবেন ভারতীয় জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। সুদর্শন এ গায়ককে নিয়ে ‘দর্শক রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক একটি কনসার্ট আয়োজন করছে টোয়েন্টি টু ইভেন্টস। দর্শনের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তানভির ইভানকেও গাইতে দেখা যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।

আরও পড়ুন: আগস্টে ৪৪১ দুর্ঘটনায় সড়কে ঝড়েছে ৪২৬ প্রাণ

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে- এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে। এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটি আরও জানান- দর্শনের উপস্থিতিতে ১৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

দর্শন রাওয়াল একাধারে গায়ক, গীতিকার ও সুরকার দর্শন রাওয়াল ভারতজুড়ে গানের পাশাপাশি নিজস্ব ফ্যাশনকেও তুলে ধরে ধরায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার কণ্ঠ তার হিট ভয়েস দিয়ে চার্টে রাজত্ব করছেন।

২০১৪ সালে ভারতের একটি রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান দর্শন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ দারুণ সাড়া ফেলেছে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top