রাজশাহী শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


বিয়ে করলেন সেই চাষি ওরফে ‘হাবু ভাই’


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৩ ২২:১৯

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ০৮:২৩

ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন চাষি ইসলাম ওরফে ‘হাবু ভাই’। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের এই অভিনেতা জনপ্রিয়তা অর্জন করেছেন ‘হাবু ভাই’ নামেই।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। এর আগে বৃহস্পতিবার পারিবারিকভাবে তার গায়ে-হলুদ অনুষ্ঠিত হয়।

কোনো রাখঢাক না রেখেই হাবু ভাইয়ের স্ত্রীর পরিচয় জানানো হয়েছে। এই পরিচয় তিনি নিজেই জানিয়েছেন। স্ত্রীর নাম তুলতুল। হাবু ভাই জানান, তার স্ত্রী ঢাকার বাসিন্দা এবং রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত।

আরও পড়ুন: চতুর্থ শ্রেণির শিশুর পেটে আরেক শিশু!

কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এতে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে কাড়েন চাষী।

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top