কেমন আছেন শরীফুল রাজ?

অভিনেতা শরীফুল রাজের মাথা ফাটার ঘটনার তিন দিন পার হলেও তার সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি এখন কোথায় এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত আর নেটিজেনদের মনে।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে হঠাৎই রক্তাক্ত অবস্থায় রাজের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে হইচই পড়ে যায় চারদিকে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সূত্র বলছে, শুক্রবার (১৮ আগস্ট) হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি হন রাজ। তার মাথা এতটাই গুরুতরভাবে ফেটে যায় যে, মাথায় চারটি সেলাই দিয়েছেন কতর্ব্যরত চিকিৎসকরা।
আরও পড়ুন: বাংলাদেশে আসা বিশ্বকাপ ট্রফি নিয়ে বিতর্ক
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে শনিবার সকাল থেকে আজ সোমবার ( ২১ আগস্ট) পর্যন্ত কয়েকবার কল দিলেও রিসিভ করেননি এই অভিনেতা।
অন্যদিকে রাজের দুর্ঘটনার বিষয়টি জানতে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণির কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমি জ্বরে অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছি। রাজ কোথায় আছে আমি জানি না।’
আরপি/এসআর-১৬
বিষয়: শরীফুল রাজ পরীমণি
আপনার মূল্যবান মতামত দিন: