৯৯৯ নম্বরে কল পেয়ে রাস্তায় পড়ে থাকা নারীকে উদ্ধার করলো পুলিশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হরিতলা মন্দিরের সামনে অসুস্থ জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে তাকে উদ্ধার করে কলারোয়া থানার পুলিশ।
অসুস্থ ওই নারীর নাম মুসলিমা ওরফে খালেদা বেগম (৫০)। স্বামী মৃত. নুর আলী। স্থায়ী বাড়ি-ঘর না থাকায় সদর হাসপাতালের বারান্দায় রাত্রীযাপন করেন বলে পুলিশকে জানিয়েছেন ওই নারী।
কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, সঙ্গাহীন অবস্থায় ওই নারী রাস্তার পাশে পড়ে ছিলেন। ঘটনাটি পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে অবহিত করেন কেউ একজন।বিষয়টি তাৎক্ষণিক আমাকে অবহিত করা হয়। এরপর জরুরিভাবে ঘটনাস্থলে পুলিশের এসআই ফারুক হোসেন ও এএসআই বিল্লাল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পুলিশের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে ওষুধপত্র ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
ওই নারী জানিয়েছে, তার নিজস্ব কোনো ঘর-বাড়ি নেই।সাতক্ষীরা সদর হাসপাতালের বারান্দায় তিনি রাত্রীযাপন করেন।
আরপি/এমএএইচ-০৫
বিষয়: ৯৯৯ নম্বর রাস্তা পড়ে থাকা নারী উদ্ধার পুলিশ
আপনার মূল্যবান মতামত দিন: