রাজশাহী শনিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫, ৪ঠা ফাল্গুন ১৪৩১


ফেনীতে লোডশেডিং, গরমে ৮০০ মুরগির মৃত্যু


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২২ ০৬:১২

আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২১

ছবি: সংগৃহিত

ফেনীর সোনাগাজীতে ভয়াবহ লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোল্ট্রি খামারে ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক নজরুল ইসলাম পলাশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঁঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানায়, নজরুল ইসলাম পলাশ গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। গত দুই দিন, বুধ ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বার বার ফোন দিয়ে কোনো সাড়া পাননি ওই খামার মালিক। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের।

বিকেল ৩টার দিকে মুরগিগুলো চোখের সামনে একে একে মারা যায়। খামার মালিক নজরুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ধিত মূল্যে পোল্ট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছেন। কিন্তু প্রচণ্ড গরমে এবং লোডশেডিংয়ে তার ৮০০টি মুরগি মারা গেছে। এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে।

এ ব্যপারে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি।

এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে দশ কেভি ভোল্টেজে নেমে যায়। যার ফলে চাহিদা মোতাবেক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। খামারে মুরগির মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন।

 

আরপি/ এসএইচ ১৪

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top