রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আবাসিক হোটেলে মিললো মাছ ব্যবসায়ীর লাশ


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২২ ১৪:০০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৯

প্রতীকী ছবি

বরিশাল নগরীর রূপাতলী গোল চত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন হোটেল স্বাধীন পার্কের দোতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম মো. রুবেল খন্দকার (৩০)। সে বাকেরগঞ্জের এলেঞ্চা গ্ৰামের লতিফ খন্দকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। সিআইডি টিম খবর দেয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। লাশের ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।

ওসি তদন্ত আরও বলেন, নিহতের বাড়ি বাকেরগঞ্জে হলেও সে বরিশালের রুপাতলী বাজারে মাছ বিক্রি করতো। ঐ সুবাদে সে হোটেল স্বাধীন পার্কে দীর্ঘদিন ধরে রুম ভাড়া নিয়ে থাকতো।

হোটেলে লিপিবদ্ধ তথ্যের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজয় জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম রুবেল খন্দকার (৩০)। দুই সন্তানের জনক পেশায় একজন মাছ ব্যবসায়ী। সে হোটেলে ভাড়া থাকতেন।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top