গুণে দেওয়ার কথা বলে ১৮ হাজার টাকা নিয়ে উধাও

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় টাকা গুণে দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে স্বামীর পেনশনের ১৮ হাজার টাকা নিয়ে পালিয়েছেন এক প্রতারক। রোববার (৬ মার্চ) দুপুরে উপজেলা শহরের থানা রোডে সোনালী ব্যাংক লিমিটেড সুন্দরগঞ্জ উপজেলা শাখায় এ ঘটনা ঘটে।
প্রতারিত ওই নারীর নাম মোছা. ছালেহা বেগম। তিনি সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা (শিমুলতলী) গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মৃত আবদুল লতিফ আকন্দের স্ত্রী। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ছালেহা বেগম সোনালী ব্যাংকের সুন্দরগঞ্জ শাখা থেকে স্বামীর পেনশনের ১৮ হাজার টাকা উত্তোলন করে ছেলের স্ত্রীর জন্য ব্যাংকের ভেতরে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। ওই সময় ওয়েটিং রুমে ছালেহা বেগমের পাশে বসে থাকা অপরিচিত এক ব্যক্তি টাকা গুণে দেওয়ার কথা বললে তিনি টাকাগুলো দিয়ে দেন। টাকাগুলো গোনার সময় অপরিচিত লোকটি তার অগোচরে সব টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান।
ভুক্তভোগী ছালেহা বেগম বলেন, বিশ্বাস করে ব্যাংকের মধ্যেই লোকটিকে টাকাগুলো গুণতে দিয়েছি। কিন্তু মুহূর্তের মধ্যে অসাবধানতায় এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংক লিমিটেড সুন্দরগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক জ্যোতির্ময় বর্মণ বলেন, পেনশনভোগী ছালেহা বেগম টাকা তুলে একজন অপরিচিত ব্যক্তিকে গুণতে দেন। পরে ওই টাকা নিয়ে সেই প্রতারক পালিয়ে যান। এ ঘটনায় ছালেহা বেগমকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে ব্যাংকের সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
আরপি/এসআর-০৬
বিষয়: সোনালী ব্যাংক প্রতারক
আপনার মূল্যবান মতামত দিন: